আসিয়ান ও অন্যান্য আঞ্চলিক দেশগুলির সঙ্গে ঐকমত্য গড়ে তোলার জন্য উন্মুখ চীন
2024-10-09 18:48:08

অক্টোবর ৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন আসিয়ান ও অন্যান্য আঞ্চলিক দেশগুলির সঙ্গে ঐকমত্য তৈরি করা, পারস্পরিক বিশ্বাস গভীর করা, সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক ও বিশ্বের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধিতে নতুন প্রেরণা যোগানোর জন্য উন্মুখ।

তিনি বলেন, বর্তমান বিশ্ব অস্থিরতা ও পরিবর্তনের একটি নতুন যুগে প্রবেশ করছে। পূর্ব এশিয়া সাধারণত শান্তিপূর্ণ উন্নয়নের একটি ভাল গতি বজায় রেখেছে। কিন্তু, এটি ক্রমবর্ধমান অস্থিতিশীলতা, অনিশ্চয়তা ও অপ্রত্যাশিত কারণের সম্মুখীন হচ্ছে।

মুখপাত্র বলেন, চীন এ বছর পূর্ব এশিয়া সহযোগিতা নেতাদের বৈঠককে সমর্থন দেয়, আসিয়ানের পালাক্রমিক চেয়ারম্যান হিসেবে লাওসকে সমর্থন দেয় এবং আসিয়ান সমাজ গঠনের নতুন অগ্রগতিতেও সমর্থন জানায়।

(জিনিয়া/তৌহিদ/ফেই)