অক্টোবর ৯: ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন-হামাসের একটি প্রতিনিধি দল গতকাল (মঙ্গলবার) কায়রোতে পৌঁছেছে। দলটি সেখানে ফিলিস্তিনি জাতীয় মুক্তি আন্দোলন-ফাতাহ’র প্রতিনিধিদের সঙ্গে সমঝোতায় পৌঁছতে ও গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। মিশরীয় সুত্র এ খবর নিশ্চিত করেছে।
সূত্রটি বলেছে, হামাস প্রতিনিধিদলের নেতৃত্বে দিচ্ছেন সিনিয়র কর্মকর্তা খলিল আল হায়া। আলোচনাটি মিশরীয় পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে। এ আলোচনার লক্ষ্য দুটি ফিলিস্তিনি গোষ্ঠী, হামাস এবং ফাতাহর মধ্যে সমঝোতা অর্জন করা। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি এবং গাজা ও মিশরের মধ্যে রাফাহ ক্রসিংয়ের ভবিষ্যৎ।
(রুবি/হাশিম/সুবর্ণা)