অক্টোবর ৯: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল (মঙ্গলবার) সতর্ক করে দিয়ে বলেছেন যে, লেবানন প্রায় সর্বাত্মক যুদ্ধ ঘটবে, তাই এই যুদ্ধ এড়াতে আন্তর্জাতিক সমাজ যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত।
এদিন তিনি বলেন, গত কয়েক মাসে সংঘর্ষ ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি সতর্ক করেছিলেন। বর্তমানে দখল করা পশ্চিম তীরের পরিস্থিতি অতি উত্তেজনাময়। লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর হামলা ওই অঞ্চলের জন্য বড় হুমকি। সম্প্রতি হিজবুল্লাহ্ এবং অন্যান্য সশস্ত্র দল ইসরায়েলি বাহিনীর সাথে সীমান্ত এলাকার ‘ব্রু লাইনে’র কাছে দিন দিন গুরুতর লড়াইয়ে লিপ্ত হচ্ছে। নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব ও ১৫৫৯ নম্বর প্রস্তাব উপেক্ষা করে লেবাননের ওপর আগ্রাসন চালিয়েছে ইসরায়েল।
গত এক বছরে লেবাননে ইসরায়েলি হামলায় ২ হাজার জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন এবং গত দুই সপ্তাহের মধ্যে নিহতদের সংখ্যা ১৫০০ জনে দাঁড়িয়েছে। তাছাড়া, লেবাননে দশ লাখের বেশি লোক গৃহহারা হয়েছেন এবং ৩ লাখ নাগরিক সিরিয়ায় পালিয়ে গেছেন। অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে ৬০ হাজার জনেরও বেশি লোক গৃহহারা হয়েছেন।
গুতেরেস জোর দিয়ে বলেন যে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘর্ষ দিন দিন গুরুতর হচ্ছে, প্রতিটি বিমান হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শান্তিকে আরো দূরে ঠেলে দেয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে চিঠি দিয়েছেন গুতেরেস। তিনি মনে করেন, ইসরায়েলের সংশ্লিষ্ট আইন জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে এবং গাজায় আন্তর্জাতিক মানবিক ত্রাণ-কার্যকমে গুরুতর ব্যাঘাত সৃষ্টি করছে।
(সুবর্ণা/হাশিম/রুবি)