কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিভিন্ন পক্ষের অভিন্ন প্রচেষ্টা চালানো উচিত: মুখপাত্র
2024-10-09 22:39:52


অক্টোবর ৯: উত্তর কোরিয়া ঘোষণা করেছে, বুধবার থেকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব সড়ক ও রেলপথ যোগাযোগ বন্ধ করবে। এর জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) বেইজিংয়ে জানান, কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিভিন্ন পক্ষের অভিন্ন প্রচেষ্টা চালানো উচিত। 


কোরীয় উপদ্বীপ পরিস্থিতি প্রসঙ্গে চীনা মুখপাত্র জানান, উপদ্বীপের পরিস্থিতি এবং উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া সম্পর্কের উপর চীন নজর রাখছে। চীন মনে করে, কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং উপদ্বীপের সমস্যা রাজনৈতিক পদ্ধতিতে সমাধান করা সব পক্ষের অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত। যা আন্তর্জাতিক সমাজের ব্যাপক প্রত্যাশা। এটা বাস্তবায়নে সব পক্ষের অভিন্ন প্রচেষ্টা দরকার।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)