‘তাইওয়ানকে কাজে লাগিয়ে চীনকে নিয়ন্ত্রণের’ অপচেষ্টা যুক্তরাষ্ট্রের নিজের ক্ষতি করবে: প্রতিরক্ষা মন্ত্রণালয়
2024-10-09 23:00:37


অক্টোবর ৯: সম্প্রতি মার্কিন সরকার চীনের তাইওয়ান অঞ্চলকে ৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তা দেওয়ার অনুমোদন দিয়েছে। এর জবাবে আজ বেইজিংয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান জানান, ‘তাইওয়ানকে কাজে লাগিয়ে চীনকে নিয়ন্ত্রণের’ অপচেষ্টা যুক্তরাষ্ট্রের নিজের ক্ষতি করবে।


তিনি জানান, চীনের দৃঢ় বিরোধিতা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র চীনের তাইওয়ান অঞ্চলে সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তা গুরুতরভাবে ‘এক চীন নীতি’ ও ‘চীন-মার্কিন তিনটি যৌথ ইশতাহার’ লঙ্ঘন করেছে, গুরুতরভাবে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছে এবং গুরুতরভাবে তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করেছে। এ বিষয়ে চীন তীব্র নিন্দা জানায়।


তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোতে, যুক্তরাষ্ট্র অনেকবার নিজের প্রতিশ্রুতি নষ্ট করে তাইওয়ানকে অস্ত্র সহায়তা দিয়েছে, ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ গুরুতরভাবে ভুল সংকেত দিয়েছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ধাপে ধাপে তাইওয়ানকে যুদ্ধের বিপদে ঠেলে দিয়েছে। 


মুখপাত্র জোর দিয়ে বলেন, তাওয়ানকে অস্ত্র দেওয়া মানে ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ সহায়তা দেওয়া। ‘তাইওয়ানের স্বাধীনতা’ মানে যুদ্ধ। ‘তাইওয়ানকে কাজে লাগিয়ে চীন নিয়ন্ত্রণ করার’ অপচেষ্টা শুধু নিজেরই ক্ষতি করবে।


তিনি জানান, গণ-মুক্তিফৌজ সবসময় যুদ্ধের জন্য সব প্রস্তুতি ও প্রশিক্ষণের কাজ জোরদার করছে, সার্বিকভাবে যুদ্ধ জয় করার সক্ষমতা উন্নত করছে এবং দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করবে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)