জলব্যবস্থাপনা বিষয়ক প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বক্তব্য সংকলন গ্রন্থ প্রকাশিত
2024-10-09 23:48:07

অক্টোবর ৯, সিএমজি বাংলা ডেস্ক: -- চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিনপিংয়ের  চীনের জল ব্যবস্থাপনার উপর বক্তব্যের অংশগুলো নিয়ে  একটি সংকলন গ্রন্থ সেন্ট্রাল পার্টি লিটারেচার প্রেস থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে। 

২০১২ সালে ১৮ তম সিপিসি জাতীয় কংগ্রেসের পর থেকে সি চিনপিংয়ের নির্দেশনায় সিপিসি কেন্দ্রীয় কমিটির জল-সম্পর্কিত দুর্যোগ নিয়ন্ত্রণ, জল সম্পদ সংরক্ষণ, সুরক্ষা , জল বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার এবং জল পরিবেশ ব্যবস্থাপনায় সমন্বিত অগ্রগতি লাভ করেছে এবং উল্লেখযোগ্যভাবে জল নিরাপত্তার উন্নতি করেছে। 

এই বিষয়ে  সি চিনপিংয়ের ভাষণগুলো চীনকে সর্বক্ষেত্রে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশে পরিণত করার  যাত্রাপথে বৃহত্তর জল সুরক্ষা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ।

ছয়টি থিম সমন্বিত এই বইটি ২০১২ সালের  ডিসেম্বর  থেকে  ২০২৪ সালের আগস্ট মাসের মধ্যে সি চিনপিংয়ের ১৩০টিরও বেশি গুরুত্বপূর্ণ বক্তৃতা এবং লিখিত রচনাগুলো থেকে ২৯৭টি সংকলিত করেছে। এর মধ্যে অনেকগুলো প্রথমবারের মতো লিখিত আকারে জনগণের সামনে এলো। 

শান্তা/মিম