চীন-মার্কিন বাণিজ্য মন্ত্রীদের ফোনালাপ
2024-10-09 10:57:18

অক্টোবর ৯: চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ওয়াং ওয়েন থাও গতকাল (মঙ্গলবার) মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা মারি রাইমন্ডোর সাথে ফোনালাপ করেছেন। চীন ও যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রপ্রধানের সান ফ্রান্সিসকো বৈঠকের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়নে অভিন্ন স্বার্থ জড়িত আর্থ-বাণিজ্যিক ইস্যু নিয়ে আন্তরিক ও বাস্তব আদান-প্রদান করেছেন তাঁরা। এবারের ফোনালাপ দু’দেশের বাণিজ্য বিভাগের নিয়মিত আদান-প্রদান কার্যক্রমের অংশ।

ফোনালাপে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং বলেন, গত নভেম্বরে চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষনেতারা সান ফ্রান্সিসকোয় বৈঠক করেছেন, তা দু’পক্ষের আর্থ-বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে দিক নির্দেশনা দিয়েছে। দু’দেশের বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রী, উপমন্ত্রী ও অধিদপ্তর পর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং সহযোগিতার সম্প্রারণ, মতভেদ নিরসন আর শিল্পপ্রতিষ্ঠানের উদ্ভূত সমস্যা মোকাবিলায় ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। চীন ও মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্কের স্তম্ভভিত্তি । পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতার ভিত্তিতে মার্কিন পক্ষের সাথে আর্থ-বাণিজ্যিক সম্পর্কের সঠিক পথে ফিরে আসার জন্য প্রচেষ্টা চালাবে বেইজিং।

চীনের বিরুদ্ধে মার্কিন সেমিকন্ডাক্টর নীতি এবং চীনের নেটওয়ার্ক ও সফটওয়্যার ব্যবহারকারী গাড়ির উপর নিষেধাজ্ঞার বিষয়ে

উদ্বিগ্ন বেইজিং। ওয়াং আরো বলেন, আর্থ-বাণিজ্য খাতে দেশের নিরাপত্তা সীমা স্পষ্টভাবে রাখা অতি গুরুত্বপূর্ণ, তা বিশ্বের শিল্প চেইন, সরবরাহ চেইনের স্থিতিশীলতা ও নিরাপত্তার সংরক্ষণে সহায়ক এবং দু’দেশের শিল্প মহলের সহযোগিতায় সুষ্ঠু পরিবেশ গড়ে তুলবে। মার্কিন পক্ষকে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর বাস্তারিত চাহিদা ও উদ্বেগ সাড়া দিয়ে যত দ্রুত সম্ভব চীনা শিল্পপ্রতিষ্ঠানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা নির্মূল করার তাগিদ দেয় চীন সরকার।

(সুবর্ণা/হাশিম/রুবি)