অক্টোবর ৯, সিএমজি বাংলা ডেস্ক: আফ্রিকান গ্রেট লেক অঞ্চলের টেকসই শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন। নিউইয়র্কে মঙ্গলবার অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এ কথা বলেছেন চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং।
ফু বলেন, চীন সর্বদাই আধুনিকীকরণের যাত্রায় আফ্রিকার প্রতিশ্রুতিবদ্ধ অংশীদার ও সমর্থক এবং আফ্রিকান গ্রেট লেক অঞ্চলের টেকসই শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখতে ইচ্ছুক।
ফু আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই অঞ্চলের দেশগুলোকে সহযোগিতা এবং সংহতি জোরদার করার পাশাপাশি একটি অংশীদারিত্বমূলক ভবিষ্যত গড়ে তোলার জন্য সমর্থন করা।
তিনি বলেন, গতমাসে অনুষ্ঠিত চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনে চীন ১০টি অংশীদারিত্বমূলক পদক্ষেপ নিয়েছে যা নিরাপত্তা ও উন্নয়নসহ একাধিক ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট।
তিনি আরও জানান চীন আফ্রিকার স্বল্পোন্নত দেশগুলোর জন্য ১০০ শতাংশ ট্যারিফ লাইনে ১০০ভাগ শুল্ক মুক্ত সুবিধা মঞ্জুর করেছে। আফ্রিকান গ্রেট লেক অঞ্চলের সমৃদ্ধি ও টেকসই শান্তি অর্জনে অবদান রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন।
ফু বলেন, এই অঞ্চলের দেশগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাত ও টানাপোড়েনসহ একাধিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে যে এই অঞ্চলের দেশগুলোর পুনর্মিলনের জন্য সংলাপ জোরদার করা উচিত, শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা উচিত, যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করা উচিত এবং সকলের নিরাপত্তা বজায় রাখা উচিত।
চীনা প্রতিনিধি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আফ্রিকান গ্রেট লেক অঞ্চলের দেশগুলোতে মানবিক সঙ্কট প্রশমিত করার ব্যবস্থা নেওয়া যাতে অভিন্ন উন্নয়নকে এগিয়ে নেয়া যায়।
শান্তা/মিম