সিনচিয়াংয়ের শিহেজি শহর পরিদর্শন করলেন চীনা ভাইস প্রিমিয়ার
2024-10-09 23:44:17

অক্টোবর ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ভাইস প্রিমিয়ার হ্য লিফেং  সোমবার একটি কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃত্বে সিনচিয়াং  প্রোডাকশন অ্যান্ড কনস্ট্রাকশন কর্পস (এক্সপিসিসি) এর ৮ম ডিভিশনের অধীনে একটি শহর শিহেজিতে পরিদর্শনকালে স্থানীয় লোকজনের সাথে দেখা করেন।

তিনি সিনচিয়াং প্রোডাকশন অ্যান্ড কনস্ট্রাকশন কর্পস রিকলামেশন মিউজিয়াম পরিদর্শনে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে কিভাবে একটি জনবিরল মরুভূমিতে শহর গড়ে তোলা হয় এবং কৃষিকাজের জন্য জমি পুনরুদ্ধার করা হয়। 

জাদুঘর পরিদর্শনকালে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হ্য লিফেং বলেন, জনগণকে অবশ্যই কর্পস চেতনাকে এগিয়ে নিতে হবে, পার্টির সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে মহান বিপ্লবী ঐতিহ্যকে অনুধাবন করতে হবে। 

তিনি কর্পসকে কয়লার পরিচ্ছন্ন ও দক্ষ ব্যবহারে মনোযোগ দিতে, পরিবেশগত সুরক্ষা এবং শক্তি সংরক্ষণকে অগ্রাধিকার দিতে, নেতৃস্থানীয় উদ্যোগকে শক্তিশালী করতে এবং আধুনিক কয়লা রাসায়নিক শিল্পে যুগান্তকারী প্রকল্পগুলোতে কাজ করার জন্য, শিল্প বিজ্ঞান ও প্রযুক্তির জন্য নতুন গতি গড়ে তোলার আহ্বান জানান।

শান্তা/মিম