চীন পক্ষের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানকে অনুরোধ করেছে চীনা কনসুলেট জেনারেল
2024-10-09 22:39:03


অক্টোবর ৯: পাকিস্তানের লাহোরে নিযুক্ত চীনের কনসুলেট জেনারেলের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ছাও কে গতকাল (মঙ্গলবার) পাঞ্জাব প্রদেশের পুলিশের প্রধান উসামা’র সঙ্গে চীন পক্ষের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে একটি বৈঠক করেন।


৬ অক্টোবরের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান ছাও কে। তিনি পাকিস্তানকে অনুরোধ করেন, যত দ্রুত সম্ভব হত্যাকারীকে খুঁজে বেরে আইনের আওতায় আনতে হবে। চীনা নাগরিক, প্রকল্প ও প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে তিনি পাঞ্জাব প্রদেশের পুলিশকে অনুরোধ জানান। যাতে করে চীন পক্ষ বিষয়ক কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। 


পাঞ্জাব প্রদেশের পুলিশের প্রধান জানান, এবারের সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল পাক-চীন বন্ধুত্ব ও চীন-পাক অর্থনৈতিক করিডোরের নির্মাণকাজে বাধা দেওয়া। হামলার পর পাঞ্জাব প্রদেশের পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা দ্রুত নিরাপত্তা সম্মেলন আয়োজন করেন। চীনা নাগরিক, শিল্পপ্রতিষ্ঠান ও প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও উল্লেখ করা হয়।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)