রেড ক্রস সোসাইটির কাজ জোরদার করতে সি চিন পিং-এর চিঠি
2024-10-09 16:25:24

অক্টোবর ৯: চীনের রেড ক্রস সোসাইটির দ্বাদশ জাতীয় সদস্য প্রতিনিধি সম্মেলন উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দেশের সব রেড ক্রস কর্মী, সদস্য ও স্বেচ্ছাসেবককে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং সোসাইটির পরবর্তী কাজের বিষয়ে তাঁর আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।

 

চিঠিতে সি চিন পিং বলেন, চীনের রেড ক্রস সোসাইটি হল সিপিসি ও সরকারের মানবিক খাতে জনগণের মধ্যে সেতুবন্ধন। নতুন যুগের যাত্রায়, চীনের রেড ক্রস সোসাইটির উচিত সিপিসি’র সার্বিক নেতৃত্ব অনুসরণ করা, উচ্চ মানের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা, সংস্কার ও উদ্ভাবন আরো সম্প্রসারণ করা, মানবিক সেবার মান বাড়ানো এবং সক্রিয়ভাবে আন্তর্জাতিক মানবতাবাদী কাজে অংশগ্রহণ ও সমর্থন করা। চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন এবং মানবজাতির শান্তি ও অগ্রগতিতে নতুন অবদান রাখা।

 

সি চিন পিং জোর দিয়ে বলেন, সব স্তরের পার্টি কমিটি এবং সরকারকে অবশ্যই রেড ক্রসের কাজের জন্য নেতৃত্ব ও সমর্থন শক্তিশালী করতে হবে এবং রেড ক্রসকে আইন অনুযায়ী তার দায়িত্ব পালনের জন্য একটি ভাল পরিবেশ ও শর্ত দিতে হবে। এটা আশা করা যায় যে, সারাদেশে রেড ক্রস কর্মীরা, সদস্য এবং স্বেচ্ছাসেবকরা মূল মিশনের কথা মনে রাখবেন, সাহসের সাথে সময়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে তুলে নেবেন এবং চীনা রেড ক্রসের উচ্চমানের উন্নয়নের একটি নতুন অধ্যায় রচনা করবেন।

 

আজ (বুধবার) সকালে বেইজিংয়ে সম্মেলনটি উদ্বোধন করা হয়। এতে সি চিন পিং-এর চিঠি পড়ে শোনানো হয়। চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সব প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)