সিন চিয়াংয়ের কনস্ট্রাকশন গ্রুপ পরিদর্শনে চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং
2024-10-09 16:08:29

অক্টোবর ৯: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও চীনা উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং গত ৭ অক্টোবর বিকেলে কেন্দ্রীয় প্রতিনিধি দল নিয়ে সিন চিয়াংয়ের কনস্ট্রাকশন গ্রুপ পরিদর্শন করেছেন।

কেন্দ্রীয় প্রতিনিধি দল সর্বপ্রথম এ গ্রুপের জাদুঘর পরিদর্শন করে। এ সময় দলটি গ্রুপটির সীমান্ত উন্নয়নের ইতিহাস সম্পর্কে অবহিত হন এবং সিন চিয়াংয়ের উন্নয়ন, জাতিগত ঐক্য বৃদ্ধি, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সীমান্ত প্রতিরক্ষা সুসংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে জেনেছেন। হ্য লি ফেং বলেন, গ্রুপের উচিত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং’র নির্দেশাবলী মনে রেখে গ্রুপটির ৭০ বছরের ইতিহাস থেকে  এগিয়ে যাওয়ার শক্তি অন্বষেণ করে ক্যাডার এবং কর্মচারীদের সিন চিয়াংয়ে শিকড় গড়তে, সীমান্তে অবদান রাখতে এবং নতুন  ও আরও বেশি অবদান রাখতে উত্সাহিত করা।

পরবর্তীকালে, কেন্দ্রীয় প্রতিনিধিদল সিন চিয়ায়ের থি ইয়ানে (গ্রুপ) কোং লিমিটেড পরিদর্শনে যান। হ্য লি ফেং কোম্পানির প্রযুক্তিগত উদ্ভাবন এবং নতুন শিল্পায়নের প্রতিবেদনগুলো শোনেন এবং উৎপাদন ও ক্রিয়াকলাপ সম্পর্কে জানতে সাইটে সংযুক্ত হয়ে কোম্পানির সংশ্লিষ্ট প্রকল্প নেতাদের সাথে কথা বলেন। তিনি উল্লেখ করেন যে,  গ্রুপটিকে অবশ্যই উদ্ভাবন-চালিত উন্নয়ন মেনে চলতে হবে, স্থানীয় পরিস্থিতি অনুসারে নতুন উত্পাদনশীল শক্তি বিকাশ করতে হবে এবং উচ্চ-মানসম্পন্ন, বুদ্ধিমান এবং সবুজ উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।

(রুবি/হাশিম/সুবর্ণা)