অক্টোবর ৯: বড় দেশের উচিত যুদ্ধের অবসান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সক্রিয় চেষ্টা করা। আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ মন্তব্য করেছেন।
সোমবার হামাসকে আর্থিক সহায়তা দেওয়ার অজুহাতে, মার্কিন অর্থ মন্ত্রণালয় আবারও তৃতীয় দেশের ব্যক্তি ও সংস্থার প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে। এ সম্বন্ধে মাও নিং বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘর্ষের এক বছরে গাজায় ৪০ হাজারেরও বেশি নিরীহ মানুষ মারা গেছে। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যুদ্ধের অবসান ঘটানো, নিরীহ মানুষকে রক্ষা করা এবং মানবিক দুর্যোগ এড়াতে একমত হয়েছে আন্তর্জাতিক সমাজ।
তিনি আরো বলেন, সংঘর্ষ সমাধান করতে সশস্ত্র পদ্ধতি ও একতরফা শাস্তির বিপরীতে রাজনৈতিক সদিচ্ছা ও কূটনৈতিক চেষ্টা দরকার। বড় দেশের উচিত এতে সক্রিয়ভাবে চেষ্টা করা।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)