সিনচিয়াংয়ের পণ্যের সাথে বৈষম্যমূলক আচরণ
2024-10-09 16:16:41

চীনের উদ্দেশ্য সংশ্লিষ্ট কোম্পানিকে শাস্তি দেওয়া নয়। চীন পিভিএইচ-কে তদন্তে সহযোগিতা করতে ও প্রাসঙ্গিক উপকরণ সরবরাহ করতে ৩০ দিন সময় দেয়। আশা করা যায়, পিভিএইচ মার্কিন বাণিজ্য সংরক্ষণবাদের শিকার হবে নযা। চীন বিদেশী প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকে স্বাগত জানায় এবং যুক্তরাষ্ট্রের সাথে স্বাভাবিক বাণিজ্যিক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে। কিন্তু নীতি ও অবস্থানের ক্ষেত্রে আপস করার জায়গা নেই চীনের জন্য। (ছাই/আলিম/ওয়াং হাইমান)