অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে চীনের নতুন ব্যবস্থা
2024-10-08 18:14:53

অক্টোবর ৮: চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আজ (মঙ্গলবার) এক প্রেস ব্রিফিং আয়োজন করেছে। এতে জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহাপরিচালক চেং সান চিয়ে বলেন, দেশের কার্যকর চাহিদা মোকাবিলা করতে জনগণের জীবিকা উন্নয়ন এবং ভোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতে হবে।

তিনি জানান, ভোগের দিক থেকে, মধ্য ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর আয় বাড়াতে হবে এবং ভোগ চাঙ্গার ব্যবস্থা নিতে হবে।

এজন্য প্রথমে, নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি সাহায্য জোরদার করা প্রয়োজন। জাতীয় দিবসের আগে চরম দরিদ্র ও অনাথ গোষ্ঠীর জীবনে ভর্তুকি দেওয়া হয়েছে।

দ্বিতীয়ত, সরঞ্জামের আপডেট এবং ভোগ নবায়নের সাথে পণ্যের ভোগ বৃদ্ধি বাস্তবায়ন করা হবে।

তৃতীয়ত, অবসর ও শিশুর যত্নসহ পরিষেবা ভোগ বাড়ানো উচিত।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)