অর্থনীতিকে চাঙ্গা করতে পাঁচ ক্ষেত্রে নতুন নীতি চালু হবে চীনে
2024-10-08 18:14:14

অক্টোবর ৮: বর্তমানে দেশের অর্থনীতি উন্নয়নের নতুন পরিস্থিতি এবং নতুন সমস্যা মোকাবিলায় চীন আরো কিছু নতুন নীতি জারি করবে, যাতে অর্থনীতির স্থিতিশীল ও টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়া যায়।

চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আজ (মঙ্গলবার) এক প্রেস ব্রিফিং আয়োজন করেছে। এতে জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহাপরিচালক চেং সান চিয়ে এই কথা বলেছেন।

অর্থনৈতিক হ্রাসের চাপ মোকাবিলা করা এবং সামষ্টিক নীতির সমন্বয় জোরদার করার ক্ষেত্রে বিভিন্ন পক্ষের উচিত টেকসইভাবে চেষ্টা করা।

দেশের চাহিদা মোকাবিলায় গণজীবিকা উন্নয়ন এবং ভোগ বৃদ্ধিতে গুরুত্বারোপ করা উচিত। এ ছাড়া সক্রিয়ভাবে অর্থনৈতিক বৃদ্ধিতে পুঁজি বিনিয়োগের ভূমিকা পালন করতে হবে।

বর্তমানে কিছু প্রতিষ্ঠানের উত্পাদন কঠিনতা মোকাবিলায় তাদের সাহায্য করাকে আরো জোরদার করতে হবে। কার্যকরভাবে ব্যবসার পরিবেশ উন্নত করতে হবে এবং প্রতিষ্ঠানকে কঠিনতা মোকাবিলায় সাহায্য করতে হবে।

রিয়েল এস্টেট খাতের দুর্বলতা মোকাবিলায় বহুমুখী নীতিগত ব্যবস্থা জারি করতে হবে।

তার আগে, শেয়ার বাজারের সমস্যা সমাধানে কার্যকর ধারাবাহিক ব্যবস্থা নিতে হবে এবং পুঁজি বাজারকে চাঙ্গা করতে হবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)