অক্টোবর ৮: চীনের কোস্ট গার্ডের মুখপাত্র লিউ ত্য চুন জানান, আজ (মঙ্গলবার) চীন সরকারের অনুমতি ছাড়া, ফিলিপিন্সের ৩০০১ নম্বর ও ৩০০২ নম্বর জাহাজ ইচ্ছা করে চীনের হুয়াং ইয়ান দ্বীপের আশেপাশের সাগরে অভিযান চালাচ্ছে। চীনের কোস্ট গার্ড তাদের বিরুদ্ধে পর্যবেক্ষণ ও আইন অনুযায়ী নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছে। তাদের কর্মকাণ্ড পেশাদার, যথাযথ ও বৈধ।
মুখপাত্র জোর দিয়ে বলেন, হুয়াং ইয়ান দ্বীপ ও আশেপাশের সাগর অঞ্চলের প্রতি চীনের নিরঙ্কুশ সার্বভৌমত্ব রয়েছে। ফিলিপিন্সকে এহেন আচরণ বন্ধ করতে হবে। চীনের কোস্ট গার্ড আইন অনুযায়ী চীনের সাগর অঞ্চলে আইন প্রয়োগ করবে এবং দৃঢ়ভাবে দেশের ভূখণ্ডের স্বার্বভৌমত্ব ও সাগরের কল্যাণ রক্ষা করবে।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)