অক্টোবর ৮: আজ (মঙ্গলবার) সকালে রাষ্ট্রীয় পরিষদের তথ্য অফিসের এক প্রেস ব্রিফিংয়ে ক্রমবর্ধমান নীতিগুলো পদ্ধতিগতভাবে বাস্তবায়নের ব্যবস্থা প্রবর্তন করেছে জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন। পাশাপাশি, আগামী বছর ‘দুটি প্রধান ব্যবস্থা’ নির্মাণের জন্য সমর্থন বাড়াতে অতি-দীর্ঘমেয়াদী বিশেষ ট্রেজারি বন্ড ইস্যু করা হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয় যে, বর্তমানে কেন্দ্রীয় বাজেটের মধ্যে বিনিয়োগের ৭০০ বিলিয়ন ইউয়ান ‘দুটি প্রধান ব্যবস্থা’ নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে। অর্থাত্, প্রধান জাতীয় কৌশলগুলি বাস্তবায়ন এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিরাপত্তা সক্ষমতা নির্মাণ করা হবে। পরের বছর অতি-দীর্ঘ-মেয়াদী বিশেষ ট্রেজারি বন্ড ইস্যু করা হবে, বিনিয়োগ বাড়ানো হবে এবং ‘দুটি প্রধান ব্যবস্থা’ নির্মাণে সমর্থন বাড়াবে চীন।
(জিনিয়া/তৌহিদ/ফেই)