আবাসন ক্রয়ের সীমাবদ্ধতা নীতি সামঞ্জস্য করা হবে: জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন
2024-10-08 16:57:07

অক্টোবর ৮: আজ (মঙ্গলবার) সকালে রাষ্ট্রীয় পরিষদের তথ্য অফিসের এক প্রেস ব্রিফিংয়ে ক্রমবর্ধমান নীতিগুলো পদ্ধতিগতভাবে বাস্তবায়নের ব্যবস্থা প্রবর্তন করেছে জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন। পাশাপাশি, আবাসন ক্রয়ের সীমাবদ্ধতা নীতির সামঞ্জস্য করা হবে এবং রিয়েল এস্টেট খাত উন্নয়নের একটি নতুন মডেলের নির্মাণ জোরালো করা হবে। 

জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের পরিচালক জেং শান চিয়ে বলেন, রিয়েল এস্টেট বাজারের পতন রোধ এবং স্থিতিশীলতা প্রচার করা প্রয়োজন। তিনি বলেন, বর্তমানে কিছু শহরে ক্রয় সীমাবদ্ধতা আরও সংকুচিত করা হয়েছে এবং অন্যান্য নীতির পরিকল্পনা ও প্রচার করা হচ্ছে।
(জিনিয়া/তৌহিদ/ফেই)