কলকাতায় সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন চীনা স্কলাররা
2024-10-08 16:14:48

অক্টোবর ৮: গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং ভারতের দুর্গাপূজা উপলক্ষ্যে কলকাতায় অনুষ্ঠিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চীনা স্কলাররা। তাঁরা বিশ্বভারতীর চীনাভবনে অনুষ্ঠিত ‘রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিষয়ক চিন্তাভাবনা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করার জন্য ভারতে সফর করছেন। অনুষ্ঠানে কলকাতায় নিযুক্ত চীনের কনসাল জেনারেল সুই ওয়েই উপস্থিত ছিলেন। চীনা প্রতিনিধিরা ঠাকুর পরিবারের বংশধর নৃত্যশিল্পী সৌরজা ঠাকুরের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন।

চলতি বছর হল রবীন্দ্রনাথ ঠাকুরের চীন সফরের শততম বার্ষিকী। সৌরজা ঠাকুর গত এপ্রিলে ভারতের পণ্ডিত এবং শিল্পীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে ‘রবীন্দ্রনাথের চীন সফরের পথ অনুসরণ করা’ নামক চীন সফরে তার প্রীতিময় স্মৃতিগুলোকে পুনরুজ্জীবিত করেন। এ ছাড়া তার ছাত্রদের একটি চমৎকার নৃত্যানুষ্ঠানের মাধ্যমে দুর্গার কিংবদন্তি ব্যাখ্যা করেন।

চীনা বিশেষজ্ঞদের মধ্যে ৮৭ বছর বয়সী প্রফেসর তুং ইউ ছেন একজন খ্যাতিমান রবীন্দ্রবিশেষজ্ঞ। তিনি রবীন্দ্রনাথের রচনাবলির চীনা সংস্করণের প্রধান সম্পাদক এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর বাংলা স্ট্যাডিজের সভাপতি। এবার তাঁর নবম বারের মত ভারত সফর। তিনি চীনের তিনজন নারী রবীন্দ্রবিশেষজ্ঞ এবং ভারতীয় ছাত্রদের সঙ্গে বাংলা ভাষায় রবী ঠাকুরের কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে কনসাল জেনারেল সুই ওয়েই চীন ও ভারতের চমৎকার পরিবেশনা উপভোগ করেন। তিনি আশা করেন, ভবিষ্যতে আরো বেশি চীনা পণ্ডিত ভারতে বিনিময় কাজে আসবেন এবং কনস্যুলেট জেনারেল চীন ও ভারতের সাংস্কৃতিক বিনিময়ের জন্য নিরলস চেষ্টা চালাবে।

চীনা স্কলাররা দুর্গাপূর্জার বিভিন্ন উদযাপনী অনুষ্ঠানে স্থানীয় মানুষের সাথে সাংস্কৃতিক বিনিময় করেছেন।

(স্বর্ণা/হাশিম/লিলি)