চীনের ছিংহাই প্রদেশের জেড হ্রদ
2024-10-08 15:29:45

চলতি বছরের জাতীয় দিবসের ছুটিতে, চীনের ছিংহাই প্রদেশের হাইসি মঙ্গোলীয় ও চাং জাতির স্বায়ত্তশাসিত বান্নারের মাংইয়া শহরের জেড হ্রদে পর্যটকদের আনাগোনা ছিল দেখার মতো।

জেড হ্রদ একটি ম্যাগনেসিয়াম সালফেট সাব-টাইপ সল্ট হ্রদ। এটি হলো হাইসি বান্নারের তৃতীয় কৃত্রিম হ্রদ।

 হ্রদটির আয়তন ২৬ বর্গকিলোমিটারেরও বেশি। হ্রদের পানি হালকা ও গভীর সবুজ এবং নীল মিলে দেখতে যেন একটি জেড। সেজন্য মানুষ হ্রদটিকে ‘জেড হ্রদ’ বলে ডাকে। (ছাই/আলিম/প্রেমা)