অক্টোবর ৮: আজ (মঙ্গলবার) বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের পরিচালক চেং সান চেই জানান, বর্তমানে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পরিবেশ জটিল। তারপরও চীনের অর্থনৈতিক চলাচল সুষ্ঠু রয়েছে এবং স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। আরও দ্রুতগতিতে নতুন মানের উৎপাদন শক্তির জন্ম হচ্ছে। উচ্চ গুণগতমানের উন্নয়ন দ্রুত এগিয়ে যাচ্ছে।
তিনি জানান, বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি দুটি শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায়। তা হলো ‘স্থিতিশীল’ ও ‘অগ্রসর’।
তিনি জানান, দেশের কৃষি উৎপাদন স্থিতিশীল রয়েছে। চলতি বছরের শস্য উৎপাদন আবারও উচ্চ স্তরে রয়েছে। এ ছাড়া দেশের শিল্প খাতও দ্রুতগতিতে উন্নত হচ্ছে।
পাশাপাশি, দেশের নতুন প্রাণশক্তি আরও দ্রুত উন্নত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, উন্নয়নের দৃষ্টিকোণ থেকে, দেশের অর্থনৈতিক উন্নয়নের মৌলিক ধারা পরিবর্তন হয় নি। বাজারের সম্ভাবনা বড় ও অর্থনৈতিক দৃঢ়তা শক্তিশালীসহ নানা ইতিবাচক উপাদান পরিবর্তন হয়নি। বার্ষিক লক্ষ্য বাস্তবায়ন এবং অর্থনীতির সুষ্ঠু উন্নয়ন বজায় রাখতে চীন আত্মবিশ্বাসী।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)