সামরিক পদক্ষেপ ও সহিংসতা সমস্যা সমাধানের উপায় নয়: চীনা মুখপাত্র
2024-10-08 21:25:27


অক্টোবর ৮: সোমবার গাজা সংঘাতের এক বছর পূর্ণ হয়েছে। এ সময় আজ (মঙ্গলবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র মাও নিং জানান, সামরিক পদক্ষেপ ও সহিংসতা সমস্যা সমাধানের উপায় নয়।


তিনি জানান, এক বছরের সংঘাতে অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে এবং গুরুতর মানবিক দুর্যোগ ঘটেছে। আঞ্চলিক উত্তেজনা অব্যাহতভাবে উন্নত হচ্ছে। নিষ্ঠুর বাস্তবতা সম্পূর্ণভাবে প্রমাণ করেছে যে, সামরিক উপায় ও সহিংসতা দিয়ে সমস্যা সমাধান করা যায় না। তা শুধু ঘৃণা বিস্তার করে এবং শান্তি ও স্থিতিশীলতা দূর করে। 


তিনি জানান, সম্প্রতি এটি মোকাবিলা করতে চীন ‘তিনটি পদক্ষেপের’ প্রস্তাব দিয়েছে। যুদ্ধবিরতি ও মানবিক উদ্ধার হচ্ছে সবচেয়ে জরুরি। ‘ফিলিস্তিনি মানুষ দিয়ে ফিলিস্থিন শাসন করা’ হচ্ছে গাজা যুদ্ধ-পরবর্তী পুনর্নির্মাণের মৌলিক নীতি। ‘দুই রাষ্ট্র সমাধান’ হচ্ছে ভবিষ্যতের মৌলিক পথ। ফিলিস্তিনি জনগণের জাতিগত বৈধ অধিকার বাস্তবায়ন করা উচিত। ইসরাইলের যুক্তিসঙ্গত নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেওয়া উচিত। আন্তর্জাতিক সমাজের উচিত উত্তেজনা হ্রাসের ভিত্তিতে আরও বড় আকার ও কার্যকর শান্তি বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা। (আকাশ/তৌহিদ/ফেইফেই)