করাচিতে চীনা কর্মীদের যানবাহনে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা বেইজিংয়ের
2024-10-08 15:12:38

অক্টোবর ৮: পাকিস্তানের করাচিতে বন্দর কাসিম কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্রের চীনা যানবাহনে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা জানান। মুখপাত্র বলেন, পাকিস্তানের স্থানীয় সময় ৬ অক্টোবর রাত ১১টার দিকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি চীনা কোম্পানির প্রকল্পের গাড়ি সন্ত্রাসী হামলার শিকার হয়। এ ঘটনায় চীন ও পাকিস্তান উভয় দেশের নাগরিক হতাহত হয়েছে। এর মধ্যে ২ জন চীনা নাগরিক নিহত ও ১ জন আহত হয়েছে।

মুখপাত্র বলেন, নিজ নাগরিকদের উপর হামলায় চীন হতবাক, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় বেইজিং। চীন নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করে এবং তাদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানায়। চীন, পাকিস্তানের কাছে আহতদের যথাযথ চিকিৎসা প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর এবং অবিলম্বে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনার দাবি করে। পাশাপাশি পাকিস্তান কার্যকরভাবে নিরাপত্তা ত্রুটিগুলো দূর করা, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং পাকিস্তানে চীনা কর্মী, প্রকল্প এবং প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা সম্পূর্ণরূপে নিশ্চিত করতে আরও লক্ষ্যযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে দাবি করে চীন।

মুখপাত্র বলেন, সন্ত্রাসবাদ সমস্ত মানবজাতির জনসাধারণের শত্রু। চীন-পাকিস্তান পারস্পরিক আস্থা ও সহযোগিতা এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণ বিঘ্নিত করার জন্য সন্ত্রাসবাদী শক্তির প্রচেষ্টা সফল হবে না। চীন সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানকে সমর্থন অব্যাহত রাখবে এবং চীন-পাকিস্তান সম্পর্ককে দুর্বল করার সমস্ত প্রচেষ্টাকে দৃঢ়ভাবে পরাস্ত করতে ইসলামাবাদের সাথে কাজ করতে ইচ্ছুক।

(রুবি/হাশিম/সুবর্ণা)