জাতীয় দিবসের ছুটিতে চীনের মূল ভূখণ্ডে ১ কোটি ৩৫ লাখ ৭০ হাজার বার ভ্রমণ হয়েছে
2024-10-08 23:24:45

অক্টোবর ৮, সিএমজি বাংলা ডেস্ক: জাতীয় দিবসের ছুটিতে চীনের মূল ভূখণ্ডে ১ কোটি ৩৫ লাখ ৭০ হাজার বার ভ্রমণ হয়েছে। সোমবার জননিরাপত্তা  মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।  

সীমান্ত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ৬ লাখ ৬ হাজার যানবাহন সীমান্ত দিয়ে আসা-যাওয়া করেছে।  

ছুটির দিনগুলোতে গড়ে ৫ লাখ ৮০ হাজার পুলিশ এবং সহায়ক পুলিশ কর্মকর্তা পর্যটকদের জননিরাপত্তায় কাজ করেছেন। যার ফলে এই সময়ে রিপোর্ট করা ফৌজদারি মামলা এবং জননিরাপত্তা সংক্রান্ত ঘটনার সংখ্যা গেল বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৫ দশমিক৭ শতাংশ এবং  ২০ দশমিক ৪ শতাংশ কমেছে। 

নাহার/শান্তা