জাতীয় দিবসের ছুটিতে ২ কোটির বেশি পর্যটককে অভ্যর্থনা জানায় বেইজিং
2024-10-08 10:59:26

অক্টোবর ৮: বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর গতকাল (সোমবার) সন্ধ্যায় প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, চীনের জাতীয় দিবসের ছুটি চলাকালে বেইজিং ২.১৫৯৬৪ কোটি পর্যটককে অভ্যর্থনা জানিয়েছে। এ থেকে পর্যটন আয় হয়েছে ২৬৮৮.৫ কোটি ইউয়ান, যা যথাক্রমে গত বছরের একই সময়ের তুলনায় ১৮.৩৫ ও ১১.৬৭ শতাংশ বেড়েছে। দু’টো সংখ্যাই ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

ছুটি চলাকালে বেইজিং গ্রামাঞ্চলে ভ্রমণ ধারাবাহিকভাবে জনপ্রিয় হয়ে উঠে, যেখানে ৪৫.৪৫ লাখ পর্যটকদের অভ্যর্থনা জানিয়ে ৬০.২ কোটি ইউয়ান আয় অর্জিত হয়েছে। দু’টো সংখ্যা যথাক্রমে গত বছরের একই সময়ের চেয়ে ১৩.৬ ও ৪.৫ শতাংশ বেশি।

পরিবেশনা বাজারের দিকে, বেইজিং মোট ২ হাজার ৭১ বার বাণিজ্যিক পরিবেশনা আয়োজন করে, যা গত বছরের একই সময়ের তুলনালয় ১৪ শতাংশ বেশি।

এ ছাড়া বেইজিংয়ের বিভিন্ন পর্যায়ের গণ-সাংস্কৃতিক পরিষেবা সংস্থা ৮৫৫টি বিভিন্ন ধরনের জন-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে ৪.৪৬৯ লাখ শহরবাসী এতে অংশ নিয়েছেন। (প্রেমা/হাশিম/ছাই)