অক্টোবর ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শায়ানসি প্রদেশের সি’আন শহরের ইতিহাস দীর্ঘ তিন হাজার একশ বছরের। শায়ানসি প্রদেশের এই রাজধানীর একটি আইকনিক ল্যান্ড মার্ক হলো বেল টাওয়ার। এখানকার প্রাচীন ঘন্টাধ্বনি যেন অতীতের জীবনধারা তুলে ধরে।
প্রাচীন এই ঘন্টাটি ১৩৮৪ খ্রিস্টাব্দে মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়েছিল। ঘন্টাঘর বা বেল টাওয়ারটি ৩৬ মিটার(১১৮ ফুট) দর্ঘ। ইট ও কাঠের সমন্বয়ে তৈরি ভবনটির স্থাপত্য দৃষ্টিনন্দন।
অতীতে এই ঘন্টা প্রহরে প্রহরে বাজিয়ে নগরবাসীকে সময় জানিয়ে দেয়া হতো। কোন জরুরি ঘোষণার আগেও ঘন্টা বাজানো হতো।
বর্তমানে সি’আন শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় পর্যটন স্থান এই বেল টাওয়ার।
পর্যটকদের জন্য দিনের একটি নির্দিষ্ট সময়ে ঘন্টা বাজানো হয়। ছয়শ বছর ধরে সি’আন নগরীর সুখ, দুঃখ, আনন্দ বেদনার সাক্ষী এই বেল টাওয়ার।
শান্তা/ফয়সল