ছেংতু সিটির অর্থনীতিকে চাঙা করছে অ্যানিমে সংস্কৃতি
2024-10-08 21:34:14

অক্টোবর ৮, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ পশ্চিম চীনের ছেংতু সিটিতে অ্যানিমে সংস্কৃতির কারণে জমজমাট হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতি। অ্যানিমে সংস্কৃতির কারণে এখানে লাইফ স্টাইলে বেশ কিছু পরিবর্তন হচ্ছে এবং অনেক সামগ্রীর বিক্রি বেড়ে গেছে। অ্যানিমেশন, কার্টুন, গেমস ইত্যাদি জেনারেশন জির (যাদের জন্ম ১৯৯০ এর শেষ দিক থেকে ২০০০ সালের মধ্যে) প্রধান  বিনোদনে পরিণত হয়েছে।

অস্থায়ী কোন প্রদর্শনী নয়, বরং ছেংতু পরিণত হচ্ছে স্থায়ী এসিজি সিটিতে। এসিজির অর্থ হলো অ্যানিমেশন, কমিক এবং গেমস। অক্টোবরের ১ থেকে ৭ তারিখ পর্যন্ত জাতীয় দিবসের ছুটিতে প্রতিদিন ৩০ হাজার দর্শক এই সিটিতে ভ্রমণ করেছেন। 

জনপ্রিয় অ্যানিমে চরিত্রের সফট টয়েজ, পোশাক, একসেসরিজসহ বিভিন্ন সামগ্রী প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। 

চীনের ৫০০ মিলিয়ন অ্যানিমে প্রেমীর অর্থ ব্যয় করার  ভালো ক্ষমতা রয়েছে। এই ঘরানার বাজার ২০২৩ সালে ২০০ বিলিয়ন ইউয়ান ( প্রায় ২৮.৫ বিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে গেছে। 

শান্তা/ফয়সল