অক্টোবর ৮, সিএমজি বাংলা ডেস্ক : চলতি বছরের জাতীয় দিবসের টানা ৭দিনের ছুটিতে চীনা বক্স অফিসের আয় হয়েছে ২১০ কোটি ইউয়ান । সোমবার অনলাইন তথ্যসূত্রে জানা গেছে এ খবর।
এই বছর চীনে সায়েন্স ফিকশন থেকে শুরু করে শিশু পাচারবিরোধী নাটক, দেশপ্রেম ও ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির থিমে তৈরি সিনেমাগুলোই ছিল জনপ্রিয়তার শীর্ষে।
চীনের নামকরা পরিচালক ছেন খাইকের সর্বশেষ সিনেমা ‘দ্য ভলান্টিয়ার্স: দ্য ব্যাটল অফ লাইফ অ্যান্ড ডেথ’সোমবার পর্যন্ত ৭৬ কোটি ১০লাখ ইউয়ান আয় করে তালিকার শীর্ষে আছে।
ছেনের ট্রিলজি ‘দ্য ভলান্টিয়ার্স’ এর দ্বিতীয় পর্ব এটি। ১৯৫০ থেকে ১৯৫৩ সালে মার্কিন আগ্রাসন প্রতিরোধ করে কোরিয়াকে সাহায্য করার যুদ্ধের একটি ঘটনা নিয়ে নির্মিত এ সিনেমা দর্শকদের হৃদয় কেড়েছে।
এ ছাড়া ক্রাইম ড্রামা ‘টাইগার উলফ র্যাবিট’, অ্যাকশন ফিল্ম ‘হাই ফোর্সেস’ এবং জ্যাকি চ্যানের অ্যাকশন-কমেডি ‘পান্ডা প্ল্যান’-ও বক্স অফিসে ভালো আয় করছে।
নাহার/শান্তা