‘প্রিয় যাত্রী’
2024-10-08 09:41:05

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চৌ শেন’র কন্ঠে ‘একটি দ্বীপে অবতার তিমি’ শীর্ষক গান। বন্ধুরা, এখন শুনুন চৌ শেনের গান ‘প্রিয় যাত্রী’। গানের কথা এমন: এখানে বিদায় নেই, সমুদ্রের ট্রেন পৌঁছে যাচ্ছে, ভবিষ্যতের পথে, কেউ ফিরে আসে না। এটি বিদায়, পিছনের দিকে তাকিও না। সমুদ্রের ওপাশে, নিশ্চয়ই সবচেয়ে স্নেহময় স্বপ্ন আছে। ভালোবাসা মনকে মুগ্ধ করতে পারে।

চলুন, গানটি শুনবো আমরা।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চৌ শেন’র কন্ঠে গান। এখন আমি আপনাদেরকে চীনের হংকংয়ের কন্ঠশিল্পী লিউ দ্য হুয়া’র কন্ঠে গান শোনাবো। ১৯৯৩ সালে লিউ দ্য হুয়া হংকংয়ে ২০টি কনসার্ট আয়োজন করেন। নভেম্বর মাসে, লিউ দ্য হুয়ার ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম 'উত্তর হলো তুমি' প্রকাশিত হয়। ১৯৯৪ সালে তাঁর চীনা ভাষার অ্যালবাম 'ভালোবাসা ভুলে যাওয়ার পানি' রিলিজ হয়। এই অ্যালবামের থিম সং 'ভালোবাসা ভুলে যাওয়ার পানি' সেই বছর শ্রেষ্ঠ দশটি চীনা ভাষার গানের সোনালি পুরস্কার পায়। ১৯৯৪ সালের ২৫ নভেম্বর লিউ দ্য হুয়া'র অ্যালবাম 'স্বর্গের ইচ্ছা' বাজারে আসে। ১৯৯৫ সালে লিউ দ্য হুয়ার আরেকটি অ্যালবাম 'সত্যি চিরদিন' প্রকাশিত হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘বোকা ছেলে’ শীর্ষক গান শোনাবো।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লিউ দ্য হুয়া’র কন্ঠে ‘বোকা ছেলে’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী ইয়াং ছেং লিন’র কন্ঠে গান শোনাবো। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে, ইয়াং ছেং লিনের দশম অ্যালবাম প্রকাশিত হয়। এই অ্যালবামের থিম সং তাইওয়ানের ২৮তম গোল্ডেন ম্যালোডি অ্যাওয়াডর্সের শ্রেষ্ঠ বার্ষিক গান হিসেবে মনোনোয়ন লাভ করে। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘হাইপোক্সিয়া’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০১১ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ইয়াং ছেং লিন’র কন্ঠে ‘হাইপোক্সিয়া’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী তা চাং ওয়েই’র কন্ঠে গান শোনাবো। তিনি ছিলেন ফুল ব্যান্ডের প্রধান গায়ক। ব্যান্ডটি অনেক পুরস্কার পায়। তবে, ২০০৯ সালে ফুল ব্যান্ড প্রতিষ্ঠার ১০ম বছরে ব্যান্ডটি ভেঙে যায়। এরপর তা চাং ওয়েই একাই গান গাইতে থাকেন। পাশাপাশি, তিনি উপস্থাপনার কাজও করতে থাকেন এবং তার মজাদার স্টাইল অনেকেরই বেশ পছন্দ হয়। বন্ধুরা, এখন শুনুন তা চাং ওয়েই’র একটি জনপ্রিয় গান ‘কুল গাই’।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন তা চাং ওয়েই’র কন্ঠে ‘কুল গাই’ শীর্ষক গান। বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে তা চাং ওয়েই’র পারফরমেন্স দেখা যায়। তিনি মজাদার গান রচনা করে সবাইকে আনন্দ দিয়ে যাচ্ছেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা শুনবো ২০১৫ সালে চীনের বসন্ত উত্সবের গালায় তার গাওয়া জনপ্রিয় একটি গান ‘দারুণ’। আশা করি তার গানগুলো আপনাদের ভালো লেগেছে।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/ওয়াং হাইমান)