চীনে জাতীয় দিবসের ছুটিতে ভোক্তা-খরচ বেড়েছে ২৫ শতাংশ
2024-10-08 23:46:39

অক্টোবর ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনে সদ্য শেষ হওয়া সপ্তাহব্যাপী জাতীয় দিবসের ছুটিতে ভোক্তাদের খরচ আগের বছরের চেয়ে বেড়েছে ২৫ দশমিক ১ শতাংশ। মঙ্গলবার দেশটির কর প্রশাসনের প্রকাশিত তথ্যে জানা গেছে এ খবর।

ছুটির এ সময়ে চীনে গৃহস্থালি যন্ত্রপাতি ও আসবাবপত্র বিক্রি হয়েছে বেশি। ডিসকাউন্ট ও অনলাইন ভাউচারের মতো নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রমের ফলে ভোক্তারা ব্যয় করার ব্যাপারে দারুণ উৎসাহ পেয়েছে। এতে করে ওই দুই খাতে কেনাকাটা বেড়েছে প্রায় আড়াই গুণ। এর মাঝে রেফ্রিজারেটর ও টিভি বিক্রি আগের বছরের চেয়ে বেড়েছে ১৬০ শতাংশ ও ১০০ শতাংশ।

ছুটির সময় নতুন জ্বালানির গাড়ির বিক্রিও বাড়তে দেখা গেছে চীনজুড়ে। সরকারের বৈদ্যুতিক গাড়িতে ট্রেড-ইন ভর্তুকি নীতির প্রতি সাড়া দিয়েছে গ্রাহকরা। এ সময়ে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে ৪৫ দশমিক ৮ শতাংশ।

সাংস্কৃতিক পরিষেবাগুলোতেও দেখা গেছে প্রাণবন্ত ভোক্তা কার্যক্রম। এ সময় চীনের বক্স অফিসের আয়ও প্রায় ২০০ কোটি ইউয়ান ছুঁয়েছে। 

ফয়সল/শান্তা