অক্টোবর ৮: ইয়েমেনের হুথি সশস্ত্র বাহিনী গতকাল (সোমবার) ইসরায়েলের মধ্যাঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
হুথি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারায়া সংস্থার পরিচালিত মাসিলা টিভির মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে জানিয়েছেন যে, এদিন ইসরায়েলের মধ্যাঞ্চলের জাফায় দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সংস্থাটি।
উল্লেখ্য, ৭ অক্টোবর বিকেলে ইসরায়েলের মধ্যাঞ্চলের তেল আবিবসহ কয়েকটি এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করা হয়। ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ওই অঞ্চল লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে সেগুলো আটকে দিয়েছে।
(সুবর্ণা/হাশিম/রুবি)