অক্টোবর ৮: চীন ইতোমধ্যে ২৪টি দেশের সাথে সার্বিকভাবে ভিসামুক্ত নীতি কার্যকর করেছে। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই তথ্য জানিয়েছেন।
মুখপাত্র বলেন, ‘চীন ভ্রমণ’ জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে চীনের উন্মুক্তকরণ ফুটে উঠছে। চীন ইতোমধ্যে ২৪টি দেশের সঙ্গে সার্বিকভাবে ভিসামুক্ত নীতি কার্যকর করেছে। চীন ১৬টি দেশের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধা দিয়েছে। এ ছাড়া, ৫৪টি দেশের জন্য চীন ৭২ ঘণ্টা বা ১৪৪ ঘণ্টার ট্রানজিট ভিসা অব্যাহতি কার্যকর করেছে। বিদেশি পর্যটকদের চীনে আসার প্রক্রিয়া ক্রমাগত সরল করা হয়েছে এবং চীনের অভিজ্ঞতা গ্রহণ ক্রমাগত সরল করা হয়েছে।
মাও নিং আরো বলেন, উন্মুক্তকরণের জন্য চীনের দ্বার আরও বিস্তৃত হবে এবং প্রবেশ ও প্রস্থান সুবিধা অব্যাহত উন্নত হবে। চীন আরো বিদেশি বন্ধুদের চীন ভ্রমণ এবং সুন্দর চীন দেশ উপভোগ করা ও চীনের আকর্ষণ অনুভব করতে স্বাগত জানায়।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)