চীনের তৈরি ভারী গ্যাস টারবাইনের ইগনিশন পরীক্ষা সম্পন্ন
2024-10-08 23:27:36

অক্টোবর ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তৈরি ৩০০ মেগাওয়াটের একটি এফ-শ্রেণির ভারী গ্যাস টারবাইনের সফল ইগনিশন সম্পন্ন হয়েছে। সোমবার শাংহাইতে চায়না ইউনাইটেড হেভি গ্যাস টারবাইন টেকনোলজির তৈরি এই টারবাইনটি চীনা প্রযুক্তিতে একটি মাইলফলক তৈরি করেছে।


সরঞ্জাম উৎপাদন শিল্পে এ ধরনের টারবাইনকে বলা হয় ‘রত্ন মুকুট’। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, ভারী এই গ্যাস টারবাইন উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ ও চরম পরিবেশেও দীর্ঘ সময়ের জন্য কাজ করতে পারে। পাওয়ার প্ল্যান্টের মূল সরঞ্জামও এটি। 


এফ শ্রেণির এই ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ভারী গ্যাস টারবাইনে পাঁচটি প্রধান সিস্টেম এবং ৫০ হাজারটিরও বেশি পার্টস রয়েছে। চীনের তৈরি এই টারবাইনটি সর্বোচ্চ পাওয়ার আউটপুট এবং প্রযুক্তিগত গ্রেড সম্পন্ন। 


ফয়সল/শান্তা


তথ্য ও ছবি: সিসিটিভি