অক্টোবর ৮: বিশ্বে চীন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। নয়াচীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও চীনের গণবিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে।
জরিপে অংশগ্রহণকারী ৯২ শতাংশ মানুষ মনে করেন, চীন একটি গুরুত্বপূর্ণ দেশ; ৮৯ শতাংশ বিশ্বাস করেন, চীন একটি সফল দেশ; এবং ৭৭.৮ শতাংশ মনে করেন, চীন একটি সম্মানজনক দেশ। জরিপ থেকে এটা স্পষ্ট যে, চীনের উন্নয়ন বিশ্ববাসীর নজর কেড়েছে। তা ছাড়া, বিশ্বের বিভিন্ন সমস্যা মোকাবিলায় চীনের অবদানকেও তাঁরা স্বীকৃতি দিচ্ছেন।
জরিপে আরও দেখা যায়, বিশ্বের মানুষের মাঝে চীন সফরের আগ্রহ ক্রমশ বাড়ছে। ৭২.৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীন একটি আকর্ষণীয় দেশ। দুই বছর আগেও এ সংখ্যা ছিল ১৪.৮ শতাংশ কম। বিশেষ করে, ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণ-তরুনীদের মাঝে চীনের ব্যাপারে গভীর আগ্রহ রয়েছে, যারা চীনে ভ্রমণ বা লেখাপড়ায় আগ্রহী। এদের মধ্যে ভ্রমণে আগ্রহী ৮৯.৭ শতাংশ এবং লেখাপড়ায় আগ্রহ প্রকাশ করেছে ৮৮.৪ শতাংশ উত্তরদাতা।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ও বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসাবে, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, এবং সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত উন্নয়নের মাধ্যমে ‘গ্লোবাল দক্ষিণ’-এর দেশগুলোর জন্য মূল্যবান আধুনিকায়নসংশ্লিষ্ট অভিজ্ঞতা সরবরাহ করেছে চীন। জরিপে অংশগ্রহণকারী আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ও দক্ষিণ আমেরিকার উত্তরদাতারা চীনের অর্থনৈতিক শক্তির ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি, চীনের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নতি এবং বিশ্ব অর্থনীতিতে এর অবদানকেও স্বীকৃতি দিয়েছেন তাঁরা। এর মধ্য দিয়ে চীনা শৈলীর আধুনিকায়ন প্রক্রিয়ার আকর্ষণীয় শক্তি ও প্রভাব ফুটে ওঠে।
জরিপে অংশগ্রহণকারী ৯২.৩ শতাংশ উত্তরদাতারা চীনের শক্তিশালী অর্থনৈতিক শক্তির প্রশংসা করেছেন। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ও দক্ষিণ আমেরিকার উত্তরদাতাদের যথাক্রমে ৯৮.৪ শতাংশ, ৯৭.৭ শতাংশ এবং ৯৫.৫ শতাংশ চীনের অর্থনীতির প্রশংসা করেছেন। চীনা অর্থনীতি বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তা ছাড়া, চীনের বিশাল বাজার বিভিন্ন দেশের জন্য সুযোগ বয়ে এনেছে বলেও তাঁরা বিশ্বাস করেন। এ ছাড়া, ৮১.৩ শতাংশ উত্তরদাতারা চীনের অর্থনীতির দীর্ঘমেয়াদী উন্নতির ব্যাপারে আস্থাবান বলেও জানান।
বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে চীনের সাফল্য সম্পর্কেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন উত্তরদাতারা। ৯২.৩ শতাংশ উত্তরদাতারা মনে করেন, চীনের বৈজ্ঞানিক শক্তি আশ্চর্যজনক। চীনের সাংস্কৃতিক শক্তিও বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে বলে জরিপে লক্ষ্য করা গেছে।
মোদ্দাকথা, বিশ্বব্যাপী চীনের গ্রহণযোগ্যতা ক্রমশ বাড়ছে। এই গ্রহণযোগ্যতার হার অনেক উচ্চ। চীনের উন্নয়ন, বিশ্বের পরিচালনব্যবস্থায় চীনের আন্তরিক অংশগ্রহণ, সাংস্কৃতিক আদান-প্রদানের প্রতি চীনের কমিটমেন্ট বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে ও করছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করা যায়। (উর্মি/আলিম)