জাতীয় দিবসের ছুটিতে হংকং এসেছে প্রায় দশ লাখ পর্যটক
2024-10-07 18:01:08


অক্টোবর ৭, সিএমজি বাংলা ডেস্ক: এবারের জাতীয় দিবসের ছুটিতে চীনের মূল ভূখণ্ড থেকে দেশটির বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে ভ্রমণ করেছে ৯ লাখ ৮০ হাজার পর্যটক, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি।  রোববার হংকং প্রশাসনের অভিবাসন বিভাগ এ তথ্য জানিয়েছে। 


অভিবাসন বিভাগ বলছে, জাতীয় দিবসের প্রথম দিনে মূল ভূখণ্ড থেকে ২ লাখ ২০ হাজার পর্যটক হংকং ঘুরতে আসে, যা গেল বছরের একই সময়ের তুলনায়  প্রায় ১ লাখ ৭৭ হাজার বেশি। 


নাহার/শান্তা