জাতীয় দিবসের সোনালি সপ্তাহের ছুটিতে মোট ১৬ কোটি ৪০ লাখ ট্রেন টিকিট বিক্রি হয়েছে
2024-10-07 17:43:48


অক্টোবর ৭: সোমবার চীনের জাতীয় দিবসের সোনালি সপ্তাহের ছুটির শেষ দিন। সবাই এখন জন্মস্থান, বিশ্ববিদ্যালয় বা কর্মস্থলে ফিরে যাচ্ছেন। চীনের জাতীয় রেলপথ কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত জাতীয় দিবসের সোনালি সপ্তাহের ছুটিতে মোট ১৬ কোটি ৪০ লাখ ট্রেন টিকিট বিক্রি হয়েছে।


জাতীয় রেলপথ গ্রুপ সূত্রে জানা গেছে, সোমবার ট্রেনে মোট ১ কোটি ৯৮ লাখ ৬০ হাজার মানুষ যাতায়াত করবে বলে ধারণা করা হচ্ছে। পরিকল্পনা অনুসারে মোট ১৩,১০৩টি যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। যা একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ৬ অক্টোবর, দেশব্যাপী ট্রেনযাত্রীর সংখ্যা হয়েছে ১ কোটি ৮৫ লাখ ২৪ হাজার। দেশে পরিবহন খাত সুশৃঙ্খল রয়েছে। 

 (আকাশ/তৌহিদ/ফেইফেই)