অক্টোবর ৭, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের হাইনান প্রদেশের রাজধানী হাইখোও সিটির ‘হাইনান ওয়াইল্ডলাইফ পার্ক এবং বোটানিকাল গার্ডেন’ দর্শকদের জন্য আবার উন্মুক্ত করা হয়েছে।
সেপ্টেম্বর মাসে সুপার টাইফুন ইয়াকির আঘাতে পার্কটির প্রদর্শনী এলাকা অনেক ক্ষতিগ্রস্ত হয়। বিশ দিনের বেশি পুনর্নির্মাণ কাজের পর সম্প্রতি পার্কটি আবার দর্শকদের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়েছে।
এই পার্কে জায়ান্ট পান্ডা, ক্যারিবিয়ান রেড স্টর্ক, ফ্ল্যামিংগো, সাইবেরিয়ান টাইগারসহ বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে।
শান্তা/ মিম