অক্টোবর ৭, সিএমজি বাংলা ডেস্ক: চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার শুরু হতে যাচ্ছে ১৫ অক্টোবর থেকে। চীনের কুয়াংচৌ শহরে আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ১৩৬তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার।
বিশ্ব বাণিজ্যের মেগা এ ট্রেড শো ক্যান্টন ফেয়ার নামেই বেশি পরিচিত। ১৯৫৭ সাল থেকে বৃহৎ এ বাণিজ্যমেলাটি চীনের কুয়াংচৌ প্রাদেশিক সরকার এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে আয়োজন করে।
আয়োজকরা জানিয়েছে, ২১৪টি দেশ ও অঞ্চলের তিন লাখেরও বেশি ক্রেতা এ মেলায় অংশ নিচ্ছে, যা আগের সেশনের চেয়ে অনেক বেশি। মেলাটি তিনটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম পর্বটি ১৫ থেকে শুরু হয়ে ১৯ অক্টোবর শেষ হবে। এই পর্বে পাওয়া যাবে হোস্টহোল্ড বৈদ্যুতিক যন্ত্রপাতি, ভোক্তা ইলেকট্রনিক্স-তথ্য পণ্য, ইলেকট্রনিক-বৈদ্যুতিক পণ্য, আলোর সরঞ্জাম, নতুন শক্তির সংস্থান, নতুন উপাদান রাসায়নিক পণ্য, হার্ডওয়্যার সরঞ্জাম, মেশিনিং মেশিনারি-সরঞ্জাম, পাওয়ার-বৈদ্যুতিক সরঞ্জাম, সাধারণ যন্ত্রপাতি-যান্ত্রিক যন্ত্রাংশ, ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন মেশিনারি, এগ্রিকালচারাল মেশিনারি, নিউ এনার্জি ভেহিকেল এবং স্মার্ট মোবিলিটি, মোটরসাইকেল, সাইকেল, ভেহিকল খুচরা যন্ত্রাংশ, যানবাহন।
দ্বিতীয় পর্ব ২৩ থেকে শুরু হয়ে ২৭ অক্টোবর শেষ হবে। এ পর্বে থাকবে বিল্ডিং সাজসজ্জার সামগ্রী, স্যানিটারি-বাথরুমের সরঞ্জাম, আসবাবপত্র, রান্নাঘর, টেবিলওয়্যার, দৈনন্দিন ব্যবহারের সিরামিক, গৃহস্থালির জিনিসপত্র, ঘড়ি, ঘড়ির অপটিক্যাল যন্ত্র, উপহার-প্রিমিয়াম, উৎসব পণ্য, বাড়ির সজ্জা, শিল্প সিরামিক, কাচের পণ্য, বাগান বোনা, বেত এবং লোহার পণ্য, লোহা এবং পাথরের সজ্জা এবং আউটডোর স্পা সুবিধা।
আর তৃতীয় বা এ আসরের শেষ পর্ব ৩১ অক্টোবর থেকে শুরু হয়ে ৪ নভেম্বর শেষ হবে। এই পর্বে থাকছে ব্যক্তিগত যত্নের যন্ত্রপাতি, বাথরুম পণ্য, ওষুধ, স্বাস্থ্য পণ্য, চিকিৎসা ডিভাইস, পোষা পণ্য, মাতৃত্ব-শিশুর পণ্য, খেলনা, শিশুদের পোশাক, পুরুষ-মহিলাদের পোশাক, খেলাধুলার-নৈমিত্তিক পোশাক, অন্তর্বাস, পশম, চামড়া, পোশাকের আনুষঙ্গিক জিনিসপত্র, হোম টেক্সটাইল, টেক্সটাইলের কাঁচামাল-কাপড়, কার্পেট এবং ট্যাপেস্ট্রি, জুতা, অফিস সরবরাহ ব্যাগ, স্যুটকেস, খেলাধুলা, পর্যটন অবসর পণ্য, খাদ্য, গ্রামীণ পুনরুজ্জীবন ক্যাটাগরির পণ্যগুলো।
নাহার/শান্তা