কলকাতায় দুর্গাপূজার উদযাপনী অনুষ্ঠান আয়োজিত
2024-10-07 18:40:12

অক্টোবর ৭: গত শুক্রবার গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং ভারতের দুর্গাপূজা উপলক্ষ্যে কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হয়। কলকাতায় নিযুক্ত চীনের কনসাল জেনারেল সুই ওয়েই এতে উপস্থিত ছিলেন। এ ছাড়া, চীনের ছয়জন পণ্ডিতও এতে অংশ নেন। সেমিনারে দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের নৃত্যশিল্পী সৌরজা ঠাকুর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

চলতি বছর হল রবীন্দ্রনাথ ঠাকুরের চীন সফরের শততম বার্ষিকী। সৌরজা ঠাকুর গত এপ্রিলে ভারতের পণ্ডিত এবং শিল্পীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে "ঠাকুরের পথটি পুনর্বিবেচনা করায়" চীন সফরের তার স্নেহময় স্মৃতিগুলোকে পুনরুজ্জীবিত করেন। এ ছাড়া তার ছাত্রদের একটি চমৎকার নৃত্যানুষ্ঠানের মাধ্যমে দুর্গার কিংবদন্তি ব্যাখ্যা করেন।

৮৭ বছর বয়সী প্রফেসর তুং ইউ ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের চীনা সংস্করণের প্রধান সম্পাদক এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর বাংলাদেশ স্টাডিজের সভাপতি। তিনি চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের তিনজন নারী পণ্ডিত এবং ভারতীয় ছাত্রদের বাংলা ভাষায় ঠাকুরের কবিতা আবৃত্তি করেছেন।

অনুষ্ঠানে কনসাল জেনারেল সুই ওয়েই চীন ও ভারতের চমৎকার পরিবেশনা উপভোগ করেছেন। তিনি আশা করেন, ভবিষ্যতে আরো বেশি চীনা পণ্ডিত ভারতে বিনিময় কাজে আসবেন এবং কনস্যুলেট জেনারেল চীন ও ভারতের সাংস্কৃতিক বিনিময়ের জন্য নিরলস চেষ্টা চালাবে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)