অক্টোবর ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জাতীয় দিবসের ছুটির ৬ষ্ঠ দিনে দেশটির বক্স অফিসের আয় পৌঁছেছে ১ দশমিক ৯ বিলিয়ন ইউয়ানে। দেশটির অনলাইন পরিসংখ্যানে জানা গেছে এ তথ্য।
এবারের ছুটিতে দর্শকদের আকৃষ্ট করেছে সায়েন্স ফিকশন, শিশু পাচাররোধী নাটক, দেশপ্রেম, এবং ঐতিহ্যবাহী চীনা নৃত্য সংস্কৃতি।
ছুটিতে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের সুচৌ শহরের চায়না ফিল্ম আর্কাইভের চিয়াংনান সেন্টার আয়োজন করে চলচ্চিত্রের কলাকুশলী এবং দর্শকদের মধ্যে বিনিময় কার্যক্রম। এতে করে বেশি সংখ্যক দর্শক সিনেমাহলে ভিড় করেন।
জাতীয় দিবসের ছুটি, চীনের চলচ্চিত্র বাজারের জন্য সবচেয়ে লাভজনক সময়পর্বের মধ্যে একটি, যা সাধারণত ৭ দিন চলে।
নাহার/শান্তা