অক্টোবর ০৭, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম আট মাসে উৎপাদন ও আউটপুটের ক্ষেত্রে ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে চীনের ইলেকট্রনিক ইনফরমেশন ম্যানুফ্যাকচারিং সেক্টর। দেশটির শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, ইলেকট্রনিক ইনফরমেশন ম্যানুফ্যাকচারিং সেক্টরের প্রধান কোম্পানিগুলোর উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ খাতের একটি প্রধান পণ্য হলো মোবাইল ফোন। চলতি বছর ৭৫১ মিলিয়ন ইউনিট স্মার্টফোন উৎপাদিত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৪ শতাংশ বেশি। এছাড়া প্রধান কোম্পানিগুলোর সম্মিলিত রপ্তানি মূল্য বছরে ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। এই সময়ের মধ্যে, ল্যাপটপ এবং স্মার্টফোনের রপ্তানি যথাক্রমে ২ দশমিক শূন্য শতাংশ এবং ৪ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রথম আট মাসে ইলেকট্রনিক তথ্য উৎপাদন শিল্পে বিনিয়োগ স্থিতিশীল ছিল। একই সময়ে এ খাতে স্থায়ী-সম্পদ বিনিয়োগ গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ২ শতাংশ বেড়েছে।
শুভ/শান্তা