সিনচিয়াং প্রোডাকশন অ্যান্ড কনস্ট্রাকশন কর্পসের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
2024-10-07 20:00:41

অক্টোবর ৭, সিএমজি বাংলা ডেস্ক : জমকালো গালা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে সিনচিয়াং প্রোডাকশন অ্যান্ড কনস্ট্রাকশন কর্পোরেশনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী।  রোববার রাতে উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উরুমছিতে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। 

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ভাইস প্রিমিয়ার হ্য লিফং অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে যোগ দেন। সমাজের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে উপভোগ করেন গালা অনুষ্ঠান।

এবারের আয়োজনে গেল সাত দশকে সিনচিয়াং প্রোডাকশন অ্যান্ড কনস্ট্রাকশন কর্পোরেশনের উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরা হয়। 

২৪ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল অংশগ্রহণ করে এই আয়োজনে। 

নাহার/শান্তা