চীনা শিল্পপ্রতিষ্ঠানের গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জানান পাক প্রধানমন্ত্রী
2024-10-07 17:41:47


অক্টোবর ৭: আজ (সোমবার) পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ৬ অক্টোবর করাচির হামলায় ২জন চীনা মানুষ প্রাণ হারিয়েছেন এবং একজন আহত হয়েছেন। এতে তিনি গভীরভাবে বিস্মিত ও দুঃখিত। পাক প্রধানমন্ত্রী এ হামলার দৃঢ় নিন্দা জানিয়েছেন এবং চীনের নেতৃবৃন্দ, চীনা জনগণ, বিশেষ করে নিহতদের পরিবারের প্রতি গভীর আন্তরিক শোক প্রকাশ করেছেন। তিনি আহত মানুষের দ্রুত সুস্থতা কামনা করেন।


তিনি জানান, বর্তমানে ঘটনার জরুরি তদন্ত চলছে। এতে হত্যাকারীদের পরিচয় নিশ্চিত করা যাবে এবং তাদেরকে আইনের আওতায় আনা যাবে। পাকিস্তান দৃঢ়ভাবে চীনা বন্ধুদের রক্ষা করবে এবং পাকিস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও জানান দেশটির প্রধানমন্ত্রী। 


পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ও এদিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তান হত্যাকারীদের আইনের আওতায় আনবে এবং চীনা দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। দেশটিতে অবস্থনরত চীনা নাগরিক, প্রকল্প ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রতিশ্রুতি ফের ঘোষণা করেছে পাকিস্তান। ইসলামাবাদ চীনের সঙ্গে অব্যাহতভাবে সন্ত্রাসদমন করবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানিয়েছে।


উল্লেখ্য, পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বোমা হামলায় দুই চীনা নাগরিক নিহত হন। পাকিস্তানে অবস্থিত চীনা দূতাবাস বলেছে, সিন্ধু প্রদেশে একটি বিদ্যুৎ প্রকল্পে কাজ করা চীনা প্রকৌশলীদের গাড়িবহরকে লক্ষ্য করে হামলাটি করা হয়। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)