হংকং-চুহাই-ম্যাকাও সেতুতে ২০ মিলিয়ন যাত্রী পারাপার
2024-10-07 20:42:18

অক্টোবর ৭, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরে হংকং-চুহাই-ম্যাকাও সেতু দিয়ে ২০ মিলিয়নেরও বেশি যাত্রী পারাপার হয়েছে যা গেল বছরের একই সময়ের তুলনায় ৮৬ শতাংশ বেশি। সম্প্রতি সীমান্ত পরিদর্শন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।  

কর্তৃপক্ষ বলছে, আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর এবারই প্রথম এতো সংখ্যক যাত্রী পারাপার হয়েছে।  

এই বছরের শুরু থেকে ১২ মিলিয়নেরও বেশি হংকং এবং ম্যাকাও থেকে চীনের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে,  যা গেল বছরের একই সময়ের তুলনায় ৮৩ দশমিক ৩ শতাংশ বেশি। 

৫৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং, ম্যাকাও এবং দক্ষিণ কুয়াংতোং প্রদেশের চুহাই শহরকে যুক্ত করেছে। 

নাহার/শান্তা