অক্টোবর ৬, সিএমজি বাংলা ডেস্ক: সামাজিক গণমাধ্যমে এখন একটি জনপ্রিয় শব্দ হলো ‘চীন ভ্রমণ’। ১৪৪ ঘণ্টার জন্য ভিসামুক্ত ভ্রমণ ব্যবস্থা চালুর পর থেকেই চীনে বিদেশি পর্যটক বেড়েছে উল্লেখযোগ্য হারে। সম্প্রতি বিভিন্ন মিডিয়া প্রতিবেদনে দেখা গেছে, বিদেশি পর্যটকরা এখন খাঁটি চীনা আস্বাদ গ্রহণ করতে ছুটে আসছেন চীনে।
প্রতিবেদনে জানানো হয়, ব্যস্ত শহর শাংহাইয়ের রাস্তা ও অলিগলির মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদেশি পর্যটকরা এক অনন্য নিরাপত্তা ও অনুভূতি বোধ করছেন।
এই বছরের এপ্রিল থেকে, শেনচেন, শাংহাই এবং সুচৌ শহরে বিদেশি পর্যটকরা মেট্রো টিকিট কেনার জন্য তাদের বিদেশি ব্যাংক কার্ডও ব্যবহার করতে পারছেন বলেও জানানো হয়।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিসিটিভি