অক্টোবর ৬, সিএমজি বাংলা ডেস্ক: অক্টোবরে জন্ম নেওয়া তিনটি জায়ান্ট পান্ডার দলগত জন্মদিনের পার্টি অনুষ্ঠিত হলো শাংহাই ওয়াইল্ড অ্যানিমেল পার্কে। শুক্রবারের এ অনুষ্ঠানে শাংহাই চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।
সাত বছর বয়সী সুয়ে বাও ও ছিয়ান চিন এবং পাঁচ বছর বয়সী খাং খাংকে দেখতে চিড়িয়াখানায় এসেছিলেন পান্ডা-ভক্তরা। সেখানকার কর্মীরা পান্ডাদের জন্য আয়োজন করেছিল বিশেষ জন্মদিনের ভোজ।
জন্মদিন উপলক্ষে উপহারও পেয়েছে পান্ডারা। হাতে তৈরি উপহারগুলোর মধ্যে রয়েছে চমৎকার বাঁশের বিছানা, সুইভেল চেয়ার, বাঁশের ঝুড়ি এবং আরও কিছু খেলনা।
জায়ান্ট পান্ডার জন্মদিন উদযাপন এক সপ্তাহ ধরে চলবে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
ফয়সল/ঐশী
তথ্য ও ছবি: সিসিটিভি