চীন সফরে যাচ্ছেন সাইপ্রাসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের প্রেসিডেন্ট
2024-10-06 20:29:20

অক্টোবর ০৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান চাও ল্যচির আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন সাইপ্রাসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের প্রেসিডেন্ট অ্যানিতা দেমেত্রিও।

আগামী ৮ থেকে ১৩ অক্টোবর চীন সফর করবে সাইপ্রাসের একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দেবেন হাউজ অব রিপ্রেজেন্টেটিভের প্রেসিডেন্ট অ্যানিতা দেমেত্রিও।

চীন ও সাইপ্রাস একে অপরের ভালো বন্ধু ও অংশীদার। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিগত ৫০ বছর ধরে দুই দেশ একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগকে গুরুত্ব দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে, দু’দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত দিকনির্দেশনায়, চীন-সাইপ্রাস কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নত হয়েছে।

উভয় পক্ষ একসঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া