জাতীয় দিবসের ছুটিতে চীনে বাড়ি বিক্রি বেড়েছে
2024-10-06 20:30:44

অক্টোবর ৬, সিএমজি বাংলা ডেস্ক: জাতীয় দিবসের ছুটির শুরু থেকেই চীনের অনেক শহরে বাড়ি বিক্রির পরিমাণ বেড়েছে। শনিবার দেশের আবাসন ও নগর-পল্লী উন্নয়ন মন্ত্রণালয় জানাল এ খবর।


সপ্তাহব্যাপী ছুটির চতুর্থ দিন ২০টির বেশি প্রদেশের ১৩০টিরও বেশি শহরে বাড়ি বিক্রির নানা প্রচারমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে শরৎকালীন বিক্রয়, হাউজিং এক্সপো এবং লাইভস্ট্রিমিং হাউস ভিজিট ছিল অন্যতম। এই প্রচার কার্যক্রমে জড়িত অনেক আবাসন প্রকল্পে দর্শনার্থীর সংখ্যা আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে ৫০ শতাংশেরও বেশি।


ছুটির প্রথম তিন দিনে বেইজিংয়ে বাড়ি কেনার জন্য আগ্রহী দর্শনার্থীর সংখ্যা আগের বছরের চেয়ে বেড়েছে ৯২ দশমিক ৫ শতাংশ। পুরনো বাড়ি কেনার জন্য আগ্রহীদের আনাগোনা ছিল গতবছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।


ফয়সল/ঐশী


তথ্য ও ছবি: সিসিটিভি