অক্টোবর ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন রোববার দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষে অভিনন্দনবার্তা বিনিময় করেছেন।
সি চিনপিং তার বার্তায় উল্লেখ করেন, ৭৫ বছর আগে চীন ও উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল।
সি আরও বলেন, গত ৭৫ বছরে দুই দেশ জনগণের শক্তিকে একত্রিত করার পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, বিনিময় ও সহযোগিতা জোরদার করা এবং সমাজতান্ত্রিক নির্মাণের অগ্রগতিতে একে অপরকে সমর্থন করেছে।
সি’র মতে, আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষা করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার উন্নয়নে ঘনিষ্ঠভাবে কাজ করেছে দুটি দেশ।
প্রেসিডেন্ট সি চিনপিং জোর দিয়ে বলেন, চীন ও ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া বা ডিপিআরকে’র মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্ব নানা বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েছে এবং এটি উভয় দেশের জনগণের জন্য একটি মূল্যবান সম্পদ হয়ে উঠেছে।
চীনের সঙ্গে ডিপিআরকে’র সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত মূল্যায়ন করেন উল্লেখ করে সি বলেন, তিনি একাধিকবার কিমের সঙ্গে দেখা করেছেন এবং চিঠি ও বার্তার মাধ্যমে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন।
যুগের নতুন পরিস্থিতিতে সি বলেছেন, চীন ৭৫তম বার্ষিকীকে কৌশলগত যোগাযোগ ও সমন্বয় জোরদার করার, বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান ও সহযোগিতাকে আরও গভীর করার এবং ঐতিহ্যগত বন্ধুত্বের নতুন অধ্যায় লেখার সুযোগ হিসেবে ব্যবহার করতে ডিপিআরকে’র সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
অভিনন্দন বার্তায় কিম জং উন স্বীকার করেছেন, ৭৫ বছর আগে, উত্তর কোরিয়া এবং চীন আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল এবং দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক উন্নয়নের একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে।
কিম বলেন, গত ৭৫ বছরে দুটি দল ও দেশ পারস্পরিক দৃঢ় বিশ্বাসকে সমুন্নত রেখেছে, বিভিন্ন পরীক্ষা ও চ্যালেঞ্জ অতিক্রম করেছে এবং সাহসিকতার সঙ্গে সমাজতন্ত্রের পথে অগ্রসর হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, চীন ও উত্তর কোরিয়ার বন্ধুত্ব ক্রমাগত এগিয়ে যাওয়ার চমৎকার ঐতিহ্য রয়েছে।
কিম তার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ডিপিআরকে সরকার নতুন যুগের প্রয়োজন অনুসারে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক সুসংহত ও উন্নয়নে কাজ করে যাবে।
ফয়সল/শুভ